টি এইচ এফ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা বিতরণ
Add caption |
মেহেরপুর "টি এইচ এফ " এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিশেষ ক্রোড়পত্র,,, কুহেলী,, নামক একটি পত্রিকা প্রকাশ করে, ক্রোড়পত্রটি আজ সন্ধ্যায় কলেজ রোডে পাঁচ তলা হোটেল আটলান্টিকার কনফারেন্স রুমে ক্রোড়পত্রটি বিতরণে আলোচনা সভা করা হয়, আলোচনা শেষে হোটেল আটলান্টিকা হতে ক্রোড়পত্রটি বিতরণ শুরু করা হয়,টিএইচএফ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রোড়পত্রটি প্রকাশ ও বিতরণ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন টিএইচএফ এর চেয়ারম্যান তানজিমুল হাসান, ব্যবস্থাপক মোঃ শামীম হাসান খাঁন, সাংবাদিক আতোয়ার রহমান, আঃ রাজ্জাক, আনারুল মেম্বার, মনিরুল ইসলাম,উপস্থিত ছিলেন হোটেল আটলান্টিকার চেয়ারম্যান মতিয়ার রহমান। অনুষ্ঠানটি সরাসরি লাইফ করে মেহেরপুর চোখ, অনুষ্ঠান শেষে বড় বাজারে দোকানগুলোতে টিএইচএফ এর ক্রোড়পত্র,,,কুহেলী,, বিতরণ করা হয়।
No comments