Birthday Social Awareness Short film 2020
Birthday is the day of human birth. Usually someone's birthday is celebrated through a celebration on the birth anniversary. This day is usually celebrated on behalf of the child by his parents, relatives or individuals on a certain date in a particular month of the year. That is to say, the joyous celebration of the birth of a child or a person born on a particular day of the year is called a birthday. Usually the program is organized around the children. Moreover, teenagers, young men and women from all over the world are seen celebrating their birthdays. At present, many people are wasting their food by scattering birthday eggs on this day. This is the story of this short film about scattering egg flour. The work has been done in a very short time. Everyone is invited to watch the short film. I hope you like it, thank you.
জন্মদিন হচ্ছে মানুষের জন্মগ্রহণের দিবস। সাধারণত জন্মবার্ষিকীতে কারো জন্মদিন উৎসবের মাধ্যমে পালন করা হয়। সাধারণত বৎসরের একটি নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে শিশুর পক্ষে তার পিতা-মাতা, আত্মীয়-স্বজন কিংবা ব্যক্তি কর্তৃক উদযাপিত হয় এই দিবসটি। অর্থাৎ, বৎসরের নির্দিষ্ট দিনে জন্মগ্রহণকারী শিশু বা ব্যক্তির জন্ম উপলক্ষে যে আনন্দঘন উৎসব-আয়োজনের পরিবেশ সৃষ্টি করা হয়, তাই জন্মদিন নামে আখ্যায়িত করা হয়। সাধারণত শিশুদেরকে কেন্দ্র করেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়াও, বিশ্বের বিভিন্ন দেশের কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ বৃদ্ধ-বৃদ্ধাদেরকেও জন্মদিন পালন করতে দেখা যায়। বর্তমানে অনেকেই এই দিবস টাকে কেন্দ্র করে জন্মদিনের ডিম ফাটাফাটি ময়দা মাখামাখি করে খাবার অপচয় করছে , ডিম ফাটাফাটি ময়দা মাখামাখি নিয়ে এই শর্টফিল্মমের গল্পটা। খুব শর্ট টাইম নিয়ে কাজটা করা হয়েছে । সর্টফিল্মমটা সবাইকে দেখার আমন্ত্রণ রইলো আশা করি আপনাদের ভালো লাগবে, ধন্যবাদ।
No comments