গিরিঙ্গী মোড়ল টেলিফিল্ম এর মহরত ও শুটিং
মেহেরপুর টি এইচ এফ এর ছিঁচকে চোর ও টোকাই নাটকের পর শুরু হলো টি এইচ এফ এর টেলিফিল্ম গিরিঙ্গী মোড়ল এর মহরত ও শুটিং। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার উজলপুরে মোঃ শামীম হাসান খাঁন -9(খোকন) রচিত টেলিফিল্ম গিরিঙ্গী মোড়লের শুভ মহরত অনুষ্ঠিত হয়। টেলিফিল্মটি প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে টি এইচ এফ। টি এইচ এফ এর সভাপতি তানজিমুল হাসান বলেন, আমরা স্পনসার পেলে আরও বড় ধরনের প্রজেক্ট হাতে নিতে পারি। গিরিঙ্গী মোড়ল টেলিফ্লিমে অভিনয় করছেন অভিনেতা আনোয়ারুল হাসান, আঃ রাজ্জাক,মোঃ শামীম হাসান খাঁন, তানজিমুল হাসান, রিপন, আনারুল মেম্বার প্রমুখ।
No comments