ঈদ আড্ডা ও ছিঁচকে চোর নাটকের কলা কৌশলীদের মুল্যায়ন সভা অনুষ্ঠিত -THF
ঈদুল আযহায় ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ছিচঁকে চোর নাটক। নাটকে অভিনীত সকল কলা কৌশলীদের মুল্যায়ন সভা অনুষ্ঠিত হয় ,জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে বিকাল চার টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায়, প্রধান অতিথী হিসাবে উপস্তিত ছিলেন মেহেরপুরের পরিচিত মুখ,বলিষ্ঠ মন্চ অভিনেতা আনোয়ারুল হাসান, বিশেষ অতিথী হিসাবে ছিলেন, সাংবাদিক আতোয়ার রহমান, আঃ রাজ্জাক, আনারুল মেম্বার, আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিএইচএফ ফ্লিমের প্রতিষ্ঠাতা সভাপতি তানজিমউল হাসান, আলোচনা সভা উপস্থাপনা করেন মোঃ শামিম হাসান খাঁন ( খোকন) সভায় বক্তব্য রাখেন, টিএইচএফ ফ্লিমের সদস্য মনিরুল ইসলাম, বাবু,শুকুর আলী, খসরু, মাহফুজ, আসমাউন হামিম, সভায় গুরুত্ব বক্তব্য রাখেন আঃ রাজ্জাক, আনারুল মেম্বার, সাংবাদিক আতোয়ার, প্রধান অতিথী আনোয়ারুল হাসান তার বক্তব্যে টিএইচএফ ফ্লিমের ঈদুল আযহায় মুক্তি প্রাপ্ত নাটক ছিচঁকে চোর , মুল্যবান বক্তব্য রাখেন, তিনি বলেন আগামীতে আরো ভালো নাটক উপহার দিতে হবে, সভা শেষে সভার সভাপতি তানজিমুল হাসান তার মুল্যবান বক্তব্য দিয়ে সভা সমাপ্ত করেন।
No comments