পবিত্র রমজান মাস উপলক্ষে ইউটিউবে মুক্তি পেল ইসলামিক শর্ট ফিল্ম গরিবের রোজা
পবিত্র রমজান মাস উপলক্ষে ইউটিউবে মুক্তি পেল টি এইচ এফ এর প্রথম ইসলামিক শর্ট ফিল্ম গরিবের রোজা। শর্ট ফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানজিমুল হাসান। অভিনয়ে ছিলেন তানজিমুল হাসান, মাহফুজুর রহমান, শামিম হাসান খান খোকন ও সাহেব মাহমুদ। প্রধাণ চিত্রগ্রাহক সম্প্রদনা করেছেন তানজিমুল হাসান। সহকারী চিত্রগ্রাহক ছিললেন মাহফুজুর রহমান (১৩) ও রবিউল ইসলাম (২০) দুইজনেই প্রথম শর্টফিল্মে ভিডিও করছেন। শর্ট ফিল্মে ব্যাগরাউন্ডে কন্ঠ দিয়েছেন তানজিমুল হাসান।
No comments