About Me

My photo
Tanjimul Hasan Films - THF is the production house in Meherpur , Bangladesh. It Was Establishment 20 October 2018 . Apart from Film Production THF is Making Music Video , Short film & Film

জন্মদিনে ডিম, আঠা, ময়দা অপচয় না করে এক জন পথশিশু বা হতদরিদ্রকে খাওয়ানোর চেষ্টা করুন

জন্মদিনে ডিম, আঠা, ময়দা অপচয় না করে এক জন পথশিশু বা হতদরিদ্রকে খাওয়ানোর চেষ্টা করুন।
আপনি জানেনকি প্রতি বছর প্রায় এক-তৃতীয়াংশ খাবার অপচয় হয় সারাবিশ্বে! যার পরিমাণ প্রায় ১৩০ কোটি টন। অথচ বিশ্বব্যাংকের তথ্য অনুয়ায়ী সারাবিশ্বে প্রায় ৮,৬৪০ জন শিশু খাদ্যের অভাবে মারা যাচ্ছে প্রতিদিন। সে হিসেবে প্রতি ঘন্টায় ৩৬০ জন, প্রতি মিনিটে ৬ জন এবং প্রতি ১০ সেকেন্ডে ১ জন শিশু মারা যাচ্ছে শুধু মাত্র খাদ্যের অভাবে।



অর্থাৎ আপনি যখন এই পোষ্টটা পড়ছেন ঠিক তখনই পৃথিবীর কোন না কোন প্রান্তে খাদ্যের অভাবে মারা যাচ্ছে একজন শিশু।
এই মৃত্যুর মিছিলে পিছিয়ে নেই আমাদের বাংলাদেশও। আমাদের দেশে গড়ে ৪ জন মানুষের মাঝে ১ জন মানুষকে রাতে না খেয়েই ঘুমিয়ে পড়তে হয় খাদ্যের অভাবে।
বাংলাদেশেও থেমে নেই এইদিক থেকে। স্বল্প পরিসরে হলেও প্রতি বছর প্রায় ১ লক্ষ ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বিয়ে কিংবা জন্মদিনের অনুষ্ঠানে বেঁচে যাওয়া ভালো খাবার গুলো।
খাবার নষ্ট করার আগে একটু হলেও ভাবুন। আপনি যে পরিমাণ খাবার অপচয় করছেন, তা দিয়ে হয়তো আরেকজনের একবেলা খাবার হয়ে যেতো! বর্তমানে জন্মদিনের ডিম ফাটাফাটি ময়দা মাখামাখি নিয়ে শর্টফিল্মমের গল্পটা। খুব শর্ট টাইম নিয়ে কাজটা করা। সর্টফিল্মমটা সবাইকে দেখার আমন্ত্রণ রইলো আশা করি আপনাদের ভালো লাগবে, ধন্যবাদ।

No comments

Theme images by Roofoo. Powered by Blogger.