সমাজ সচেতন মূলক সামাজিক শর্ট ফিল্ম প্রতিরোধ
সমাজ সচেতন মূলক সামাজিক শর্টফিল্ম প্রতিরোধ। শর্টফিল্মটি রচনা ও পরিচালনা করেন শামিম হাসান খাঁন খোকন এবং টিএইচএফ এর প্রথম প্রযোজনায় নির্মিত হয় এই শর্টফ্লিমটি । অভিনয় করেছেন , তানজীমুল হাসান, সোহেল খান , পাপ্পু, সুজন, সজল খান ,মাহফুজুর রহমান তাফছির, সহ আরো অনেকে।
সংক্ষেপে প্রতিরোধ শর্টফিল্ম এর গল্প :
বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরে আবির, সে পড়শোনা শেষ করে নানা যায়গায় চাকরির আবেদন করে ও চাকরি যোগাড় করতে পারেনি টিউশনি করে সংসার চালায় কোন রকমে। আবিরের ছোট বোন বন্যা এলাকার বখাটে ছেলেরা তাকে উত্তক্ত করে, জোর করে ভালোবাসা আদায় করতে চাই মিন্টু, প্রস্তাবে সাড়া না পেয়ে সম্রাট বন্যার মুখে এ্যাসিড নিক্ষেপ করার হুমকি দেয় , খবরটা পেয়ে বন্যার ভাই আবির ছুটে যায় বখাটে মিন্টুর কাছে , শুরু হয় মারামারি , পথের মধ্যে ছুটে আসে কলেজের বড়ভাই সোহেল, এবং তাদের মারামারি ঠেকাই তাদেকে বুঝিয়ে তাদের সমস্যার সমাধান করে দেয়। প্রতিরোধ শর্টফিল্মটিতে ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ভাই বোনের প্রতি দায়িত্ব কর্তব্য এবং ভালবাসার বিষয়টি ফুটে উঠেছে। শর্টফিল্মটি দেখার আমন্ত্রণ রইলো, আশা করি শর্টফিল্মটি আপনাদের ভালো লাগবে।
No comments